হাওড়া, ৬ ডিসেম্বর:- ২০২১ এর নির্বাচনের আগে এক এক করে বেসুরে বাজছেন তৃণমূলের ডাকসাইটের নেতা – মন্ত্রীরা। হাওড়াতেও জটু লাহিড়ী থেকে শুরু করে বৈশালী ডালমিয়ার পরে এবারে রাজ্যের আরেক মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। জেলায় একের পর এক এই ধরনের ঘটনায় এবার মুখ খুললেন হাওড়া জেলা সদরের তৃণমূল চেয়ারম্যান তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শনিবার কলকাতায় রাজীব বন্দোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে রবিবার সকালে অরূপ রায় কারও নাম না নিয়ে বলেন, “এতে কি এসে গেল। চোরের মায়ের বড়ো গলা। যারা বেশি পেয়েছে, তারা বেশি চায়। আর যারা বেশি দুর্নীতিগ্রস্ত,
দুর্নীতিতে যাদের পায়ের নখ থেকে মাথার চুল অবধি ভর্তি তারাই বেশি চিৎকার করে। এটা প্রবাদ বাক্য। চোরের মায়ের বড়ো গলা। চালুনি সূচের বিচার করে”। উল্লেখ্য, শনিবার কলকাতায় এক অরাজনৈতিক অনুষ্ঠানের এক মঞ্চ থেকে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “স্তাবকতা করতে পারলে দলে নম্বর বেশি। ভালকে খারাপ,খারাপকে ভাল বলতে পারি না, তাই আমার নম্বর কম। যাঁরা মাঠেঘাটে নেমে কাজ করেন, দলে তাঁদের প্রাধান্য নেই। সামনের সারিতে থাকছেন ঠান্ডা ঘরে বসে থাকা লোকেরা। তাতে খুব যন্ত্রণা হয়।” দুর্নীতিগ্রস্তেরা স্তাবকতা করে সামনের সারিতে চলে আসেন বলেও অভিযোগ তুলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।