সুদীপ দাস , ৪ ডিসেম্বর:- তৃণমূল সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চা সুরেশ সাউ এর নেতৃত্বে আজ ৭ টি বিধানসভাতেই সকাল থেকেই চললো বাইক মিছিল সহ পদযাত্রা। যার মধ্যে বাদ পড়লো না চুঁচুড়া বিধানসভাও এদিন চুঁচুড়া বিধানসভার অন্তর্গত পিপুলপাঁতি মোরে দুপুর ৩টে নাগাত একটি পদযাত্রা শুরু হয় যা ঘড়ির মোর পর্যন্ত যায়। সেই পদযাত্রায় সামিল হতে উপস্তিত হন রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদিকা টলি অভিনেত্রী পামেলা গোস্বামী যিনি হুগলি সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার পর্যবেক্ষকও। এছাড়াও উপস্তিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারন সম্পাদক গোপাল উপাধ্যায়।
এদিন এই মিছিল শেষে অভিনেত্রী পামেলা গোস্বামী বলেন সারা রাজ্য জুরে তৃণমূল রাহাজানী থেকে লুটপাট আমফানের টাকা নিজেদের পরিবারের দিয়ে আত্মস্বাদ ধর্ষন থেকে নারী পাচার কিছুই বাদ রাখছে না তারই প্রতিবাদে মানুষকে সঙ্গে নিয়ে আজ আমাদের এই পদযাত্রা সহ বাইক মিছিল চলছে হুগলি সাংগঠনিক জেলার সব কটি বিধানসভাতে। মিছিল শেষে পামেলা গোস্বামী যান চুঁচুড়ার ঐতির্যময় বন্দেমাতার্রাম ভবনে সেখানে বম্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করে বন্দেমাতার গানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানায় এবং শপথ নিয়ে বলেন এই রাজ্য বহু সংগ্রামীদের জন্ম দিয়েছে, এখনও তার জীবিত আমাদের মনে। যেমন ভারতের মানুষ সংগ্রামীদের সঙ্গে সঙ্গোবদ্ধ হয়ে ইংরেজ উৎখাত করেছিলো ঠিক তেমনই বাংলার মানুষ বিজেপির হাত শক্ত করে এই হিটলার সরকারকেও উৎখাত করে ছাড়বে ২০২১শের বিধানসভায়। এদিন ধনেখালীতে দুপুর ৩টে নাগাত হওয়া বাইক মিছিল পুলিশ আটকে দিলে ফরে তারা রাস্তা পাল্টে পুনরায় মিছিল শুরু করে।