এই মুহূর্তে খেলাধুলা

ওডিশা ম্যাচের আগে নিজের দল নিয়ে এ কী বললেন হাবাস !!!

প্রসেনজিৎ মাহাতো, ৩ ডিসেম্বর:- আন্তোনিও লোপেজ হাবাস মোরিসিও–কে নিয়ে যথেষ্ট সতর্ক। ওডিশা বধের শেষ মহড়ায় মৌরিসিও–মার্সেলিনহো জুটিকে আটকানোর রণনীতি সাজাতে দীর্ঘক্ষণ সময় ব্যয় করেন। মার্সেলিনহোকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হাবাস, ‘ও আইএসএলের অন্যতম সেরা ফুটবলার। হতে পারে গত মরশুম ওর ভাল যায়নি। সেটপিসে দক্ষ। ভাল প্লে–মেকার। কিন্তু ওর জন্য আমরা প্রস্তুত।’ডার্বি–সহ প্রথম দু’ম্যাচ জিতে দারুণ শুরু। তবুও দলের পারফরমেন্সে সন্তুষ্ট নন হাবাস। মনে করেন, দলের আরও উন্নতি দরকার। এই মুহূর্তে ৭৫–৮০ শতাংশ পজিশনে রয়েছে দল। হাবাসের আশা, জানুয়ারির মধ্যে তঁার দল একশো শতাংশ উজাড় করে দেবে। ওডিশার বিরুদ্ধে জিতে ধারাবাহিকতা ধরে রাখতে চায় এটিকে মোহনবাগান। চোটের জন্য আজকের ম্যাচে নেই এডু গার্সিয়া। হাবাস জানান, সোমবার জামশেদপুরের বিরুদ্ধে তঁাকে পাওয়া যেতে পারে।

ডিসেম্বরে প্রীতম কোটাল, প্রবীর দাস, প্রণয় হালদারদের ৬ম্যাচ খেলতে হবে। ফুটবলারদের মধ্যে যাতে ক্লান্তি না আসে সেইজন্য ঘুরিয়ে–ফিরিয়ে খেলাবেন হাবাস। আজকের ম্যাচে ব্র্যাড ইনমানের প্রথম একাদশে আসার সম্ভাবনা উজ্জ্বল। সূচি প্রসঙ্গে হাবাস বলেন, ‘আমরা তৈরি হচ্ছি। সূচি কখনও মনের মত পাওয়া যায় না। গোটা বিশ্বেই এই সমস্যা। কোভিডের জন্য এটা নিয়ে অজুহাত দেওয়া চলে না। সমস্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত।’ স্টুয়ার্ট ব্যাক্সটার বনাম হাবাস দ্বৈরথ আজ প্রথমবার নয়। দক্ষিণ আফ্রিকাতে কোচিং করানোর সময় ব্যাক্সটারের বিরুদ্ধে কোচিং করিয়েছেন হাবাস। বলেন, ‘দক্ষিণ আফ্রিকাতে কোচিং করানোর সময় থেকে ওকে চিনি। অভিজ্ঞ কোচ। দুর্দান্ত সিভি। ওকে শ্রদ্ধা করি। ওর কোচিংয়ে ওডিশার ফুটবলাররা লাভবান হবে।’