হাওড়া, ৩ ডিসেম্বর:- হাওড়ায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শতাধিক কর্মী সমর্থক। আজ বৃহস্পতিবার তৃণমূলের জেলা সদর দফতরে এদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়। অরূপ রায় বলেন, দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪৬ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা সুকুমার দাসের নেতৃত্বে প্রায় শতাধিক কর্মী সমর্থক এদিন তৃণমূলে যোগদান করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে কর্মকাণ্ড তাতে সামিল হলেন। অরূপবাবু বলেন, বিজেপি দলে কোনও আদর্শ নেই। তাদের কোনও ভাবনা নেই। যারা বিজেপিতে যাচ্ছেন তারা লোভে যাচ্ছেন। এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে উন্নয়নে সামিল এবং কাজ করতে চান। মানুষের হয়ে কাজ করতে চান। তাই যারা উন্নয়নের সামিল হতে চান, যারা মানুষের হয়ে কাজ করতে চান তারাই তৃণমূল কংগ্রেসের যোগদান করছেন। এদিন শুভেন্দু অধিকারী প্রসঙ্গে প্রশ্ন করা হলে অরূপ রায় বলেন, প্রথম যখন শুনেছিলাম সমস্যা মিটে গিয়েছে সেটা শুনে খুব খুশি হয়েছিলাম।
এখন যখন শুনলাম তা বাস্তবায়িত হয়নি তখন খবরটা শুনে হতাশ হয়েছি। দুঃখ লেগেছে। খারাপ লেগেছে। যেহেতু একসঙ্গে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, মন্ত্রিসভায় উনি ছিলেন সহকর্মী এমনকি, নন্দীগ্রাম আন্দোলনের সময়েও আমরা একসঙ্গে কাজ করেছিলাম তাই এই খবরটা পেয়ে খারাপ লেগেছে। তবে কেউ চলে গেলেও দলের ক্ষতি হবেনা। পাশাপাশি এদিন বৈশালী ডালমিয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে অরূপ রায় বলেন, অমিত শাহ থেকে শুরু করে যাদেরই রাজ্যে পাঠানো হয়েছে তারা সকলেই বহিরাগত। তাদের আমরা বহিরাগতই বলব। তবে বালিতে স্থানীয় কাউকে বিধানসভার প্রার্থী করতে হবে বলে যে ব্যানার-পোস্টার পড়েছে সে বিষয়ে বলতে পারি এটা নতুন কোনও ঘটনা নয়। এলাকার মানুষ দাবি করতেই পারেন যে স্থানীয় কাউকে দলের প্রার্থী করা হোক। তবে যদি কোনও নেতৃত্ব এই ধরনের দাবি প্রকাশ্যে করে থাকেন তাহলে সেটা উচিত হয়নি। তাঁর উচিত ছিল এটি দলকে লিখিতভাবে জানানো। প্রকাশ্যে বলা উচিত হয়নি।