এই মুহূর্তে কলকাতা

কাল থেকে রাজ্যে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হচ্ছে।

কলকাতা, ১ ডিসেম্বর:- কাল থেকে রাজ্যে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু হচ্ছে। মোট ২৭ জোড়া ট্রেন চলাচল শুরু হবে বলে রেল সূত্রে জানা গেছে। এর মধ্যে ৩০টি ট্রেন চলবে হাওড়া ডিভিসনে, ২২টি ট্রেন চলবে আসানসোল ডিভিসনে ও ২টি ট্রেন চলবে মালদহ ডিভিসনে। হাওড়া ডিভিশনে ৩০টি ট্রেন চলবে। যার মধ্যে বর্ধমান-রামপুরহাটের মধ্যে চলবে ৮টি ট্রেন, রামপুরহাট-দুমকা-যশিডির মধ্যে চলবে ২টি ট্রেন, কাটোয়া-আজিমগঞ্জ মধ্যে চলবে ৮টি ট্রেন, আজিমগঞ্জ-রামপুরহাটের মধ্যে চলবে ৪টি ট্রেন। আসানসোল ডিভিশনে প্যাসেঞ্জার ট্রেন চলবে ২২টি। যার মধ্যে বর্ধমান-আসানসোল মধ্যে চলবে ৮টি। অন্ডাল-সাঁইথিয়ার মধ্যে চলবে ৪টি ট্রেন।

আসানসোল-ধানবাদের মধ্যে চলবে ৪টি ট্রেন। আসানসোল-যশিডি-ঝাঝা সেকশনে চলবে ৪টি ট্রেন। মালদা ডিভিশনে চলবে ২টি ট্রেন। কোভিড প্রটোকল মেনেই চালু হবে এই সব ট্রেন পরিষেবা। উল্লেখ্য কালী পুজোর আগে হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে শুধুমাত্র শহরতলি রুটে লোকাল ট্রেন চালানোর অনুমোদন দেওয়া হয়। এবার রাজ্যের অন্যান্য অঞ্চলে ট্রেন চলাচলের অনুমোদন দিল রাজ্য সরকার। প্রথম দফায় রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে গত ১১ নভেম্বর থেকে। এ দিকে জেলার বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য নন-সাবার্বান বিভাগে ট্রেন না চলায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।