এই মুহূর্তে কলকাতা

করোনা আবহে ৭৪ বছরে এই প্রথমবার কাশীপুর উদ্যানবাটীতে বন্ধ থাকবে কল্পতরু উৎসব ৷

কলকাতা , ১ ডিসেম্বর:- করোনা আবহে ৭৪ বছরে এই প্রথমবার কাশীপুর উদ্যানবাটীতে বন্ধ থাকবে কল্পতরু উৎসব৷ শুধু তাই নয়, পয়লা জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে উদ্যানবাটীর ফটক৷ এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন মঠ কর্তৃপক্ষ৷ কল্পতরু উৎসবে লক্ষ লক্ষ ভক্তের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে মঠ কর্তৃপক্ষ৷ উদ্যানবাটী মূল ফটক বন্ধ থাকলেও সেদিন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের সমস্ত পূজা আয়োজিত হবে৷ কল্পতরু উৎসবে করোনা বিধি মেনে শ্রী শ্রী ঠাকুরের পুজো, হোম-যজ্ঞ হবে৷ মঠ কর্তৃপক্ষ কল্পতরু উৎসব সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন৷ যা কাশীপুর মঠের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হবে শ্রী শ্রী ঠাকুরের পুজো থেকে শুরু করে হোম-যজ্ঞ৷

সালটা ছিল ১৮৮৬। রামকৃষ্ণ তখন দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত। কাশীপুর উদ্যানবাটিতেই জীবনের সায়াহ্নে দাঁড়িয়ে কল্পতরু হন তিনি। দিনটা ছিল পয়লা জানুয়ারি, সময়টা গোধূলি। নির্বিকল্প সমাধিতে ভক্তদের মনোবাঞ্ছা পূরণের আশ্বাস দেন। গৃহী-সন্ন্যাসী ভক্তরা বর চান। সব শেষে রামকৃষ্ণ দেব বলেন আশীর্বাদ করি, তোদের চৈতন্য হোক। তাই এই ঐতিহাসিক দিনটির স্মরণে আজও ভক্তদের ঢল নামে দক্ষিণেশ্বর এবং কাশীপুর উদ্যানবাটিতে। কিন্তু এ বছর করোনা পরিস্থিতিতে সশরীরে ভক্তরা কাশীপুর উদ্যানবাটিতে প্রবেশ করতে পারবেন না৷