প্রসেনজিৎ মাহাতো, ২৫ নভেম্বর:- ডার্বির কাউন্টডাউন শুরু। ডার্বির আগে ফুটবলারদের কুল কুল থাকার পরামর্শ এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাসের। গত ম্যাচের ভুলত্রুটি নিয়ে ফুটবলারদের সঙ্গে আলোচনা সেরেছেন। বড় ম্যাচেও অতিরিক্ত আক্রমণের রাস্তায় না হেঁটে রক্ষণাত্মক রণনীতি নিয়েছেন হাবাস। গত কেরালা ব্লাস্টার্স ম্যাচে আক্রমণে রয় কৃষ্ণা–এডু গার্সিয়া জুটি শুরু করেছিল। সম্ভবত ডার্বিতেও আক্রমণে এই জুটিই অপরিবর্তিত থাকবে। পরিবর্ত হিসেবে ডেভিড উইলিয়ামসকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করার ভাবনা–চিন্তা করেছেন হাবাস। তবে, প্রথম একাদশ নিয়ে ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত জানান সকলকে। বুধবার বিকেলে ডার্বি মহড়া সাড়ে হাবাস–ব্রিগেড।
ডার্বিতে উইলিয়ামস বলেন,‘ডার্বির ফল সমর্থকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা জানি। আমাদের দল এই ম্যাচ জেতার জন্য মুখিয়ে। করোনার জন্য দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে। উত্তেজনার পারদ মিস করব। সমর্থকদের ছাড়া খেলা মানে আর বাকি পঁাচটা ম্যাচের মতোই আবহ থাকবে। ঐতিহ্যের ম্যাচে অংশ নিতে পেরে উত্তেজিত। দুটো কারণে ম্যাচটা জিততে চাই। সারা দেশের অসংখ্য সবুজ–মেরুন সমর্থকদের জন্য। শুরুর ম্যাচটা জিতেছি। ডার্বি থেকে তিন পয়েন্ট এলে ধারাবাহিকতা বজায় থাকবে। রয় কৃষ্ণার সঙ্গে অনেকদিন খেলিনি। আশা করছি, গতবারের মতো এবারও আমাদের জুটি কার্যকরী হবে।’