এই মুহূর্তে খেলাধুলা

মহিলা ফুটবলে আইএফএ-র সূচিতে ইস্টবেঙ্গলের নাম নেই কেনো ?

প্রসেনজিৎ মাহাতো , ২৩ নভেম্বর:- শিল্ডের ঘণ্টা আগেই বেজে ছিল। এবার বাংলায় শুরু হবে মহিলাদের ফুটবল। করোনা আবহে একের পর এক চ্যালেঞ্জ নিচ্ছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি।সোমবার মহিলাদের কন্যাশ্রী কাপের সূচি প্রকাশিত হলো আইএফএ-তে। কন্যাশ্রী কাপের জন্য ইতিমধ্যেই ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করে দিয়েছেন। ক্লাব ফুটবলারদের হোটেলে রেখেছেন। তবে সূচিতে ইস্টবেঙ্গলের নাম নেই। কারণ, ইস্টবেঙ্গল ইতিমধ্যেই পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই গ্রুপ থেকে দুটি দল যাবে। পরের সূচিতে ইস্টবেঙ্গলের নাম থাকবে, কিন্তু কি নামে কন্যাশ্রী কাপে খেলবে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এস সি ইস্টবেঙ্গল নাকি শুধু ইস্টবেঙ্গল ?

সোমবার শহরে এসেছিলেন আই লিগ সিইও সুনন্দ ধর। আই লিগ আয়োজন নিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি–র সঙ্গে নানা বিষয়ে আলোচনা সারেন। যুবভারতী, কল্যাণী স্টেডিয়ামে আই লিগের খেলা হবে। আর কোনও মাঠে খেলা করা যায় কিনা, তা নিয়ে পরে সিদ্ধান্ত হবে। গত মরশুমে স্থগিত হয়ে যাওয়া কন্যাশ্রী কাপের সূচি প্রকাশ হল এ দিন। শুরু ৩০ নভেম্বর। প্রথম দিন শ্রীভূমি এফসি বনাম চঁাদনি এসসি (হাওড়া স্টেডিয়াম), ২ ডিসেম্বর চঁাদনি এসসি বনাম বালি গ্রামাঞ্চ কেএস (হাওড়া স্টেডিয়াম), ৩ ডিসেম্বর দমদম আদিবাসি বনাম সরোজিনি নাইডু (হাওড়া), ৫ ডিসেম্বর রামপুর এমএস বনাম সরোজিনি নাইডু (রবীন্দ্রসরোবর স্টেডিয়াম), অপর ম্যাচে দমদম আদিবাসীর মুখোমুখি মানিক ফুটবল (হাওড়া)।