পূর্ব মেদিনীপুর, ১৯ নভেম্বর:- তৃণমূল দলে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন চিহ্ন রেখে গেলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে সমবায় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি এখনও একটি দলের সক্রিয় সদস্য এবং মন্ত্রী সভার সদস্য। মুখ্যমন্ত্রী এখনও আমাকে মন্ত্রী রেখেছেন। উনিও আমাকে তাড়াননি আর আমিও দল ছাড়িনি। রাজনৈতিক কথাবার্তা দলের ভিতরে ও মন্ত্রী সভায় থেকে বলা যায় না। মেদিনীপুরের বিদ্যাসাগরের দেশের মানুষ আমরা তাই আমরা অনৈতিক কথাবার্তা বলি না। শুভেন্দু বাবু আরো বলেন, বহু দলীয় গণতন্ত্রে সময় সময় রাজনৈতিক মতান্তর বিভেদ হয় আর বিভেদ থেকে বিচ্ছেদও হয়। যতক্ষণ নিয়ন্ত্রকরা তাড়াননি বা আমি ছাড়িনি ততক্ষণ অরাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক কথা বলা উচিৎ নয়।