এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯২ দশমিক ৪৫ শতাংশে পৌঁছেছে।

কলকাতা , ১৯ নভেম্বর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯২ দশমিক ৪৫ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে তিন হাজার ৬২০ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ৪৫ হাজার ৫৪৫ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লাখ ১১ হাজার ৭৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯৯০ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এই সময়ে আরও ৫৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগোনা ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১২ জন করে মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭ হাজার ৮৭৩ জন। যার মধ্যে ২ হাজার ৪৭১ জন কলকাতা ও এক হাজার ৮৪১ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ২৫ হাজার ৮৭৩ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ২৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫৩ লাখ ৮৯ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষা করা হলো।