এই মুহূর্তে জেলা

বাম-কংগ্রেসের হাত ধরেই বাংলায় সরকার পরিবর্তন হবে – অধীর চৌধুরী।

চিরঞ্জিত ঘোষ , ১৭ নভেম্বর:- বাম ও কংগ্রেসের জোটের বৈঠকের আগেই ফুরফুরা শরীফে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান যাওয়ায় যথেষ্টই গুঞ্জন উঠছে রাজনৈতিক মহলে। তবে কি বিধানসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতেই এই কৌশল। যদিও আব্দুল মান্নান বলেন প্রদেশ কংগ্রেস এর সভাপতি অধীর চৌধুরী হবার পরই তিনি ফুরফুরায় আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এটা নিছকই সৌজন্যমূলক সাক্ষাৎকার। এদিন ফুরফুরায় পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী ও পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠকও করেন।

যদিও ত্বয়া সিদ্দিকী না থাকায় তার সঙ্গে আজ বৈঠক হয় নি। বিকালে ডানকুনিতে অধীর চৌধুরী আসার পর কর্মীদের বাঁধভাঙা উচ্ছাস চোখে পড়ে। ফুল ও মালা পড়িয়ে তাকে সংবর্ধিত করেন কর্মীরা। এদিন অধীর চৌধুরী সাংবাদিকদের বলেন আগামী বিধানসভা নির্বাচনে বামেদের সাথে জোট হবেই কংগ্রেসের। এবার মানুষ সেই শক্তিকেই বিকল্প হিসাবে বেছে নেবেন। তার মত এবিষয়ে কে কি বলছেন তার জবাব এখন দেব না। জোট প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের সমালোচনার জবাবে তার যুক্তি “গরু-ছাগল যে কেউ যা খুশি বলতে পারেন। জবাব মানুষ দেবেন।