হাওড়া , ১৪ নভেম্বর:- রসগোল্লা দিবসে একদম ফ্রি-তে রসগোল্লা মিলছে হাওড়ায়। হ্যাঁ, শনিবার সকালে এমনই অফার মিলছে হাওড়ার সালকিয়া চৌরাস্তার একটি নামী মিষ্টির দোকানে। শুনলে অবাক হবেন না। এই দুর্মূল্যের বাজারেও এদিন সকালে পথচলতি মানুষকে রসগোল্লা দিবসে ফ্রি-তে রসগোল্লা খাওয়ানো হয়। এরজন্য এদিন দশ হাজার পিস রসগোল্লা বানানো হয়। সেই রসগোল্লা বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে। রোদে পুড়ে যারা ট্রাফিকের ডিউটি করেন তাদেরও রসগোল্লা দিয়ে মিষ্টিমুখ করানো হয় এদিন। বাংলার তৃতীয় রসগোল্লা দিবস এদিন সাড়ম্বরে উদযাপন করেন তারা। আজ ১৪ নভেম্বর সালকিয়া চৌরাস্তার জিটি রোডের ওই নামী মিষ্টান্ন প্রস্ততকারক সংস্থা( ব্রজনাথ গ্রান্ড সন্স ) বাংলার রসগোল্লা দিবস উদযাপন করে।
এদিন সকালে এই দিনকে সামনে রেখে ব্রজনাথ গ্রান্ড সন্সের তরফ থেকে পথচলতি সকল মানুষকে ফ্রি-তে রসগোল্লা খাওয়ানো হয়। এই বিষয়ে দোকানের কর্ণধার অসীম কুমার দাস বলেন, এই রসগোল্লা দিবস উদযাপন করে আসছি পরপর তিন বছর। আমরা জিআই রসগোল্লা পেয়েছি। এটা আমাদের বাংলার রসগোল্লা। ওড়িশার সঙ্গে জিতেছি দিদির অনুপ্রেরণায়। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মিষ্টির দোকানদারেরা একত্রিত হয়ে লড়াই করেছি। এই লড়াই বাংলার গৌরব। বাংলার রসগোল্লার গৌরব। আজকে খুব আনন্দের দিন যে এবছর এই দিনেই দীপাবলী উৎসব একসঙ্গে পড়েছে। আজকে আমরা সবাইকে ফ্রি-তে বাংলার রসগোল্লা খাওয়াচ্ছি। আমরা দশ হাজার রসগোল্লার ব্যবস্থা করেছি। সারাদিন আমরা রসগোল্লা খাওয়াব।