এই মুহূর্তে জেলা

চীনের প্রোডাক্ট টুনি বাল্ব কেউ কিনবেন না , সবাই মাটির প্রদীপ ব্যবহার করুন – শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর , ১৪ নভেম্বর:- কালী পুজোর উদ্বোধন করে মায়ের গলায় রজনীগন্ধার মালা এবং জবা ফুলের মালা পরিয়ে ধুপ দিয়ে আরতি করে জানালেন করোনার ভ্যাকসিন তাড়াতাড়ি পৌঁছে যাক। আমরা বাঙালিরা আড্ডা দিতে পারছিনা, কথা বলতে পারছিনা, মুখ বন্ধ, চোখ বন্ধ, মাথায় ক্যাপ, তাড়াতাড়ি ভাগ করোনা ভাগ। প্রত্যেক বছর কালি পুজোতে তমলুক শহর যেভাবে মেতে ওঠে এবারে করোনা পরিস্থিতির কারণে মহামান্য আদালত এবং রাজ্য সরকারের বিধি-নিষেধ মেনে কালি পুজো করতে হচ্ছে পুজো উদ্যোক্তাদের। করোনার বিধি-নিষেধ মেনে শুক্রবার দুপুরে তমলুক শহরের উত্তরায়ন ক্লাবের কালি পুজোর উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।