এই মুহূর্তে জেলা

বেলুড়ে বাজি পোড়ানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ , গ্রেফতার আবাসনের ৬ বাসিন্দা।

হাওড়া , ১৩ নভেম্বর:- কোভিড পরিস্থিতিতে এবছর হাইকোর্টের রায়ে নিষিদ্ধ হয়েছে সব বাজি। এবার সেই নির্দেশ অমান্য করে বাজি ফাটানোর অভিযোগ উঠল হাওড়ার বেলুড়ে। জানা গেছে, বেলুড়ের একটি হাসপাতলের সামনে আবাসনের ছাদে বাজি পোড়ানোর অভিযোগ পেয়ে বালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে আবসানের বাসিন্দাদের বিরুদ্ধে। উদ্ধার হয়েছে বেআইনি প্রচুর মজুত বাজি। আইন অমান্য ও পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার হয়েছে ৬ জন। আহত পাঁচ পুলিশকর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

গুরুতর আহত অবস্থায় দুই পুলিশকর্মী ভর্তি রয়েছেন বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। অভিযুক্তদের বিরুদ্ধে একধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ শুক্রবার এদের তোলা হবে হাওড়া আদালতে। জানা গেছে, সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই চলছিল বাজি পোড়ানো হচ্ছিল ওই অভিজাত আবাসনে।আর তা আটকাতে গিয়েই আক্রান্ত হল পুলিশ। আবাসনের বাসিন্দাদের হাতে আক্রান্ত হন পুলিশ কর্মীরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ।