এই মুহূর্তে জেলা

ট্রেনে মহিলার ব্যাগ ছিনতাই। ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার।

হাওড়া , ১২ নভেম্বর:- ঘটনার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার হল রেলযাত্রীর খোওয়া যাওয়া মুল্যবান জিনিসপত্র। বুধবার ঘটনাটি ঘটে হাওড়া স্টেশনে। এক রেলযাত্রীর জিনিসপত্র চুরির অভিযোগ ওঠে। এই ঘটনায় রেল পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মহম্মদ ছোটু(২১)। ধৃত যুবক হাওড়া থানা এলাকার হরিচরণ মুখার্জী লেনের রেলওয়ে ঝুপড়ির বাসিন্দা । রেল পুলিশ জানিয়েছে, বুধবার শুভ্রাংশু শেখর নায়েক নামে ওড়িশার বাসিন্দা এক ব্যক্তি পরিবারের সঙ্গে পুরী এক্সপ্রেসে কটক থেকে হাওড়া স্টেশনে আসছিলেন।

ট্রেন হাওড়া কেবিনের কাছে আসতে মুহুর্তের অসতর্কতার কারণে এক দুষ্কৃতী তাঁর স্ত্রীর হাতে থাকা ব্যাগ চুরি করে নিয়ে পালায়। ওই ব্যাগে মোবাইল ফোন, এটিএম কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ভোটার কার্ড, চিকিৎসকের প্রেসক্রিপশন, নগদ ৬ হাজার ৫০০ টাকা সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল। এই ঘটনার পর শুভ্রাংশুবাবু রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রেল পুলিশ। তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তের সন্ধান মেলে। অভিযুক্ত ছোটুকে পুলিশ গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় খোওয়া যাওয়া সমস্ত মূল্যবান সামগ্রী।