এই মুহূর্তে কলকাতা

রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার ৯০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে।

কলকাতা , ১০ নভেম্বর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার ৯০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক চার হাজার ৪০০ জনেরও বেশি মানুষ করনা সংক্রমণ মুক্ত হয়েছেন। সংক্রমণ থেকে সুস্থতার হার ৯০ দশমিক ১১ শতাংশে পৌঁছেছে। গত কয়েকদিন ধরে টানা ঊর্ধ্বমুখী থাকার পর কিছুটা কমে এই সময় নতুন করে তিন হাজার ৮৯১ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ১৩ হাজার ১১২ জন এই রোগে সংক্রমিত হলেন। অন্যদিকে তার মধ্যে তিন লাখ ৭২ হাজার ২৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৪ হাজার ৪১৫ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এই সময়ে আরও ৫৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৭ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৫ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭ হাজার ৪০৩ জন। যার মধ্যে ২ হাজার ৩৫১ জন কলকাতা ও এক হাজার ৭১৪ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বর্তমানে ৩৩ হাজার ৪৪৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫০ লাখ ৩ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষা করা হলো।