স্পোর্টস ডেস্ক, ৪ নভেম্বর:- অবশেষে শেষ হল আইপিএলের ৫৬টি লিগের ম্যাচ। কোভিড-১৯ এর জন্য যে টুর্নামেন্ট পুরোপুরি ভাবে অনিশ্চিত হয়ে পড়েছিল। অবশেষে সেই টুর্নামেন্টের লিগ পর্যায় শেষ হল মঙ্গলবার রাতে। এখন আইপিএলে মাত্র বাকি চারটি ম্যাচ। যেটা সম্পূর্ণ হলেই কোভিড কালে একটি অন্যতম ইতিহাসের সাক্ষী থাকবে বিসিসিআই। আইপিএলের প্লে-অফের টেবিল দাঁড়াল কিছুটা এই রকম। প্রথমে ১৮ পয়েন্ট নিয়ে রইল মুম্বই ইন্ডিয়ান্স। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই শেষ করল দিল্লি ক্যাপিটালস।
ফলে বৃহস্পতিবারই কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে দিল্লি ও মুম্বই দুবাইয়ের মাঠে। ভারতীয় সময়ে সন্ধ্যে ৭.৩০টায় হবে এই ম্যাচ। অন্যদিকে, ৬ নভেম্বর এলিমিনেটর একে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আবুধাবির মাঠে।সানরাইজার্স ও ব্যাঙ্গালোর দুই দলই ১৪ পয়েন্টে শেষ করলেও তিন নম্বরে শেষ করল ওয়ার্নারের দল। কারণ রান রেট অনুযায়ী এগিয়ে থাকলেন তাঁরা। আইপিএলের এলিমিনেটর দুই অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর ও ফাইনাল হতে চলেছে ১০ নভেম্বর।