কলকাতা , ৪ নভেম্বর:- নিত্য যাত্রীদের সুবিধার্থে অফিস টাইমে পর্যাপ্ত পরিমাণ লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্য সরকার রেলের কাছে অনুরোধ জানিয়েছে। নবান্নে আজ এই বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক এ রাজ্যের তরফে এই অনুরোধ জানানো হয়। তবে অফিসটাইম ছাড়া অন্যান্য সময় কত সংখ্যক লোকাল ট্রেন চালানো হবে সেই সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের ওপরে ছেড়ে দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সে ক্ষেত্রে প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ শতাংশ লোকাল ট্রেন পরিষেবা শুরু করার যে পরিকল্পনা করা হয়েছিল তা কিছুটা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি সামাজিক দূরত্ব বিধি মেনে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর ব্যাপারে আজকের বৈঠকে আলোচনা হয়। রেলের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে রাজ্যকে অবহিত করা হয়েছে। রাজ্যের সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতে রেল নতুন সাময়িক টাইমটেবিল প্রকাশ করবে। আগামীকাল পুনরায় নবান্নে রেল রাজ্য বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে আনুষ্ঠানিকভাবে লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু করার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।