এই মুহূর্তে কলকাতা

করোনা থেকে রাজ্যে মৃত্যু সাত হাজার অতিক্রম করলেও সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে।


কলকাতা , ৩ নভেম্বর:- করোনা সংক্রমণ থেকে রাজ্যে মৃত্যুর সংখ্যা সাত হাজার অতিক্রম করলেও সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৮১ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট তিন লাখ ৮৫ হাজার ৫৮৯ জন এই রোগে সংক্রমিত হলেন। অন্যদিকে তার মধ্যে তিন লাখ ৪২ হাজার ১৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৫৮ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই সময়ে আরও ৫৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৪ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১২ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭ হাজার ১৩ জন। যার মধ্যে ২ হাজার ২৪৭ জন কলকাতা ও এক হাজার ৬১৬ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ৩৬ হাজার ৪৪৩ জন করোনা আক্রান্ত রোগীy চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৪৬ লাখ ৮৮ হাজার ২৯৫ জনের নমুনা পরীক্ষা করা হলো।