এই মুহূর্তে জেলা

“আগুন নিয়ে খেলবেন না” শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি রাজ্যপালের

শিলিগুড়ি , ১ নভেম্বর:- শনিবার সন্ধ্যায় শিলিগুড়িতে এসে পৌছান রাজ্যপাল জগদীপ ধনকড়। এবং নভেম্বর মাসজুড়ে পাহাড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এদিন দার্জিলিংয়ের রাজ ভবনে রওনা হওয়ার আগে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে সাংবাদিকের মুখোমুখি হয়ে ফের রাজ্যের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবং দার্জিলিংএর জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকেও সতর্ক করলেন। তিনি বলেন যে ‘আগুন নিয়ে খেলবেন না’।

এর পাশাপাশি তিনি আরও বলেন যে উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করে। আমার কাছে রিপোর্ট এসেছে। রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। আপনাদের বয়স কম আগুন নিয়ে খেলবেন না। আইন আপনাকে ছাড়বে না।রাজনীতিতে কে হারল বা কে জিতল তা পাত্তা দিই না। অপরদিকে করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন রাজ্যপাল। এরপর সাংবাদিকদ বৈঠক শেষ করে দার্জিলিং এর উদ্দেশ্য রাওনাদেন তিনি।