এই মুহূর্তে জেলা

রাজনৈতিক দলের ক্যাডারের ভূমিকায় নেমে পড়েছেন রাজ্যপাল :- গৌতম দেব

শিলিগুড়ি , ১ নভেম্বর:- রাজ্যপালের পাল্টা এদিন শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে সাংবাদিক বৈঠক করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এরপর তিনি বলেন যে রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে এসে এবং উত্তরবঙ্গে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আগুন নিয়ে খেলবেন না। কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। তাই অতি বিনয়ের সঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধানকে বলতে চাই সংবিধানের নির্দেশ সরন করাতে চাই। অতীততে কোন রাজ্যপাল বাংলায় এ রকম ভূমিকায় দেখা যায়নি।

রাজ্যপাল যেন সংবিধান অনুযায়ী কাজ করেন। এবং রাজ্যপালও যেন কোন রাজনৈতিক অবিতিন্ন না হোন। তিনিও যেন বাংলায় আগুন নিয়ে খেলা না করেন। এইটা আমরা স্মরণ করাতে চাই। রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন কোভিড প্রমাণ করেছে বাংলার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। সেই প্রসঙ্গে পর্যটন মন্ত্রী বলেন বাংলা থেকে গুজরাটের আক্রন্তের ও মৃত্যুর সংখ্যা বেশী। আর তিনি সম্পূর্ণ রাজনৈতিক দলের ক্যাডারের ভূমিকায় নেমে পড়েছেন রাজ্যপাল। আর সংবিধানে রয়েছে যে কোন কিছু হলে তথ্য বিনিময় করতে পারেন রাজ্যপাল। কিন্তু তার মানে এই না যে তিনি সকাল বিকাল সাংবাদিকদের ডেকে বক্তব্য দিতে থাকবে।

আর নন স্টপ প্রেস। এইটা রাজ্যপাল গিনেস বুকে নাম তুলবেন। যে ভারতবর্ষের কোন রাজ্যপাল খুব অল্প সময়ে অনেক প্রেসমিট করেছেন। এবং রাজ্যপালের কাজ হচ্ছে সকাল থেকে বিকাল প্রেসমিট করা আর যে সরকারের তিনি সাংবিধানিক প্রধান সেই সরকারের কালিমালিপ্ত করা। এর পাশাপাশি তিনি আরও বলেন যে আমার মনে হয় রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির খাতায় নাম লিখিয়ে রাজনৈতিক কর্মী হিসেবে রাস্তায় যান। তাহলে হয়তো কারও কিছু বলার থাকবে না।