এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর নির্দেশে দীর্ঘ প্রতীক্ষার অবসান পশ্চিম মেদিনীপুরের মাদুর শিল্পীদের।

কলকাতা, ২০ মে:- মুখ্যমন্ত্রীর নির্দেশে দীর্ঘ প্রতিক্ষার অবসান হল পশ্চিম মেদিনীপুরের মাদুর শিল্পিদের। সবংয়ে মাদুর হাব তৈরীর জন্য রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের পক্ষ থেকে ৪ কোটি ৯৯ লক্ষ ৯৭ হাজার ২৯৩ টাকা বরাদ্দ করা হয়েছে। সবং থানার রুইনানে দুই একর জমির ওপর এই মাদুর হাব তৈরি হবে।

গোটা বিষয়টিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে সবংয়ের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া বলেছেন, “ওই এলাকার প্রায় ৭০ শতাংশ মানুষ মাদুর শিল্পের সঙ্গে যুক্ত। এই মাদুর হাব তৈরি হয়ে গেলে কয়েক লক্ষ মাদুর শিল্পী উপকৃত হবেন। আমরা সবংয়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।” সবং ব্লকে মোট তেরোটি গ্রাম পঞ্চায়েত। অধিকাংশ মানুষই যুক্ত মাদুর শিল্পের সঙ্গে।