এই মুহূর্তে কলকাতা

পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রীর বৈঠক মঙ্গলবার।

কলকাতা , ৩১ অক্টোবর:- পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক ডেকেছেন। আগামী মঙ্গলবার নবান্নে ওই বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং বিরোধী গোষ্ঠীর প্রধান তথা গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের কর্নধার বিনয় তামাং ও অনিক থাপাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী নিজে ফোন করে তাদের বৈঠকে ডেকেছেন বলে জনা গেছে। উল্লেখ্য গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গোষ্ঠীর প্রধান বিমল গুরুং সম্প্রতি ফের সক্রিয় হওয়ায় দার্জিলিঙ পাহাড়ের পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে। মোর্চার দুই গোষ্ঠীর চাপান উতরে সেখানে অশান্তি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের লক্ষ্যে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।