এই মুহূর্তে জেলা

বোলপুর শহরজুড়ে বাম কংগ্রেসের যৌথ মিছিল মোহাম্মদ বাজারের নাবালকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে।

বোলপুর , ৩১ অক্টোবর:- অভিযোগ গতকাল পুলিশ হেপাজতে মৃত্যু হয় এক কিশোরের। নাম শুভ মেহেনা। বাড়ি মল্লারপুর থানার বাউরিপাড়ায়। মোবাইল চুরির অভিযোগে সপ্তমীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের অভিযোগ, গতকাল সকালে শুভর বাড়িতে মৃত্যুর খবর দেওয়া হয়। তার মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। তদন্তের দাবিতে মল্লারপুর থানায় বিক্ষোভ দেখান। মল্লারপুর বায়না মোড়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। BJP-র তরফে দাবি করা হয়, মৃতের বাবা-মা BJP কর্মী।

এরপরই মল্লারপুরে 12 ঘণ্টা বনধ ডাকে BJP জেলা নেতৃত্ব। আজ সকাল থেকে পুলিশ ব্যারিকেড লাগিয়ে দেয়। ঘটনাস্থলে বিজেপি নেতা সৌমিত্র খাঁ জান এখন দফায় দফায় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এই ঘটনার প্রতিবাদে আজ বোলপুর শহর জুড়ে বাম ও কংগ্রেসের তরফে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিল সিপিএম নেতা গৌতম ঘোষ, ও সিপিএমের কর্মী-সমর্থকরা। পাশাপাশি কংগ্রেসের নেতা তপন সাহা ও অন্যান্য নেতাকর্মীরা। মিছিল শেষে গৌতম ঘোষ তপন সাহা বলেন বিজেপি একটা নোংরা রাজনীতি করছে এই না-বলা কের মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে তারা 2021 এর ভোটের পাখির চোখ করে লড়াই করার চেষ্টা করছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং পরিবার যাতে সঠিক তদন্ত পাই তারি দাবি করছি।