স্পোর্টস ডেস্ক , ২৫ অক্টোবর:- অজিদের বিরুদ্ধে চার টেস্ট এবং ৩টি করে ওয়ানডে এবং টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। শোনা যাচ্ছে, করোনা, কোয়ারেন্টাইন এবং বায়ো বাবলের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ায় একেবারে ৩২ জনের দল পাঠাবে BCCI। যাতে সিরিজের মাঝপথে আর কাউকে উড়িয়ে নিয়ে যেতে না হয়। স্বাভাবিকভাবেই আইপিএলের পর এই মেগা দল নির্বাচন নিয়ে জল্পনা চলছে ক্রিকেট মহলে। এবারের ভারতীয় দলে বেশ কিছু নতুন মুখ সুযোগ পেতে পারেন। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবের সুযোগ পাওয়া কার্যত নিশ্চিত।
তাছাড়া মিডল অর্ডারে সূর্যকুমার আর মণীশ পাণ্ডে ছাড়া আর কোনও ব্যাটসম্যান সেভাবে পারফর্ম করতে পারছেন না। তাই সূর্যকে ভারত দেখছে ফিনিশার হিসেবে। বোর্ড সূত্রের খবর, অস্ট্রেলিয়াগামী ওয়ানডে এবং টি-২০ দলে তাঁর সুযোগ পাওয়া কার্যত নিশ্চিত। এই সীমিত ওভারের দলে আরও একজন নতুন মুখ সুযোগ পেতে পারেন। তিনি হলেন কেকেআর (KKR) পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। সূত্রের খবর, এখনই প্রসিদ্ধকে সুযোগ দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা। কারণ গত কয়েক মরশুমেই নিয়মিত পারফর্ম করছেন তিনি।