এই মুহূর্তে জেলা

বাঁকুড়ার প্রতাপপুরে মহাশ্মশান কালি মন্দিরে নবরাত্রির নব দুর্গা পুজো, কুমারী পূজো ও বিশ্বকল্যান যজ্ঞ।

বাঁকুড়া , ২৫ অক্টোবর:- বাঁকুড়া জেলার প্রতাপপুরের মহাশ্মশান কালি মন্দিরে নবরাত্রির নব দুর্গা পুজো ও বিশ্বকল্যান যজ্ঞ প্রতি বছরের ন্যায় এবছর হচ্ছে। এখানের মহালয়ার দিন থেকে নবমীর দিন পর্যন্ত যজ্ঞ করা হয়ে থাকে। এবছর মোট ৪২ দিন ধরে যজ্ঞ হচ্ছে। এখানের পুজোর বিশেষত এখানে মাদুর্গার ৯ টি রূপ শৈলীপুত্রী, ব্রহ্মচারিনী,চন্দ্রঘটা,কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরি, সিদ্ধিদাত্রী এই রূপ গুলো ৯দিন ধরে পুজো হয়ে থাকে। এখানের আরেকটি বিশেষত্ব হল মহানবমীর দিনে কুমারী পুজো হয়। মাদুর্গার ৩টি রূপ কল্যানী, কালিকা, চণ্ডিকা রূপের জন্য ৩জন কুমারীকে বসিয়ে পুজো করা হয়।অন্যান্য বছর নবমীর দিনে ১২-১৫ হাজার লোকজন কে খাওয়ানো হয়ে থাকে। কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে মত সেসব বন্ধ থাকছে। করোনা সচেতনতায় সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করেছেন পুজো কমিটি।