এই মুহূর্তে জেলা

বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ জগদীশপুরে।

হাওড়া, ২৩ অক্টোবর:- হাওড়ার লিলুয়ার জগদীশপুরে পুজোর শুভেচ্ছা বার্তা লেখা ব্যানার লাগানোর সময় বিজেপি কার্যকর্তাদের উপর দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। স্থানীয় এক তৃণমূল নেতার দলবলের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। ঘটনায় তিন বিজেপি কার্যকর্তা গুরুতর জখম হন। এদের হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। এই ঘটনা নিয়ে বিজেপির হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহা বলেন, বিজেপির ডোমজুড় ৩ নং মন্ডলের বুথ সভাপতি সহ কয়েকজন কার্যকর্তা বৃহস্পতিবার ষষ্ঠীর দিন পুজো উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেওয়া দলের ব্যানার লাগাচ্ছিলেন।

সেইসময় জগদীশপুর এলাকার এক তৃণমূল নেতার নেতৃত্বে দুষ্কৃতকারীরা আগ্নেয়াস্ত্র, রড, পাইপ, বাঁশ, কাচের বোতল, ইট নিয়ে তাদের উপর হামলা চালায়। এই নক্কারজনক ঘটনা ঘটনা নিয়ে আমরা পুলিশ কমিশনারের কাছে এফআইআর করব। ওই নেতার বিরুদ্ধে বারবার গুন্ডামির অভিযোগ উঠছে বিভিন্ন ঘটনায়। অথচ পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। উল্টে বিজেপি কার্যকর্তাদের মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হচ্ছে। এদিকে, শুক্রবার আহত কার্যকর্তাদের দেখতে হাসপাতালে আসেন বিজেপির রাজ্য সম্পাদিকা সর্বরি মুখোপাধ্যায়, রাজ্য কমিটির সদস্য উমেশ রাই প্রমুখ।