এই মুহূর্তে জেলা

শিল্পী না হয়েও শিল্পকর্ম করা যায় , করে দেখালো দ্বাদশ শ্রেণীর ছাত্র দীপ্তরূপ।

হুগলি , ২২ অক্টোবর:- শিল্পী না হয়েও শিল্পকর্ম করা যায় তা দেখালো দীপ্তরূপ ঘোষ। হুগলী কলেজিয়েট স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র দীপ্তরূপকে করোনা আবহে দমিয়ে রাখতে পারেনি। চুচু্ঁড়া সত্যপীরতলায় বসবাস করে লেখাপড়ার সাথে রীতিমত শৈল্পিক রূপ দিয়ে এবারে বাড়ীতেই গড়লেন সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরী দুর্গাপ্রতিমা। আর এই কাগজের প্রতিমা গড়ে রীতিমত পাড়ায় আলোড়ন তুলে দিয়েছে। দেড় মাস পরিশ্রম করে কাগজ কেটে কেটে সূক্ষ্ম কাজের মধ্য দিয়ে সম্পূর্ণ প্রতিমার রূপ দিয়েছে। এই দুর্গাপ্রতিমা গড়ে নিজেই পুজো করার কথা জানালো দীপ্তরূপ। সত্যপীরতলার ঘোষ বাড়ীতে কাগজের প্রতিমা ঘিরে রীতিমতো উৎসবের রূপ নিয়েছে।

আত্মীয়স্বজন তো আছেনই, তার সাথে যোগ দিয়েছেন পাড়া, প্রতিবেশী। কাগজ দিয়ে প্রতিমা তৈরী শুরু করেছে কয়েক বছর আগে থেকেই।শুধু দুর্গা নয়, সে জগদ্ধাত্রী, সরস্বতী প্রতিমা গড়ে পুজো করে আসছে। দীপ্তরূপের বাড়ীতে গিয়ে দেখা গেল প্রতিমার শিল্পীর শেষ টান দিতে ব্যস্ত শিল্পী। সঙ্গে চলছে পুজোরও প্রস্তুতি। করোনা আবহকে দূরে সরিয়ে সকলের শুভ কামনাই জানালো এই দ্বাদশ শ্রেণীর ছাত্র দীপ্তরূপ। এ প্রসঙ্গে দীপ্তরূপ বললো, আমরা মাটির প্রতিমা দেেখতে অভ্যস্ত কিন্তু কঠোর পরিশ্রমে কাগজের প্রতিমার অঙ্গ নির্মাণ করে সম্পূর্ণ রূপদান করা কষ্টসাধ্য বটে।