চিরঞ্জিত ঘোষ , ২১ অক্টোবর:- এবারে সম্পূর্ণ অনাড়ম্বরভাবে এবং করোনা বিধি এবং হাইকোর্টের নির্দেশ কঠোর ভাবে মেনে ডানকুনি হাউসিং কমপ্লেক্স এর পুজো পালন করা হচ্ছে ।আজকে এই পুজোর উদ্বোধন করেন ডানকুনি হাউসিং কম্প্লেক্স পুজো কমিটির সভাপতি এবং স্থানীয় ডানকুনি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর দেবাশিস মুখোপাধ্যায়। তিনি জানান এ বছর আমাদের পুজো ৩১ বছরে পা দিয়েছে। কিন্তু করোনার আবহে যখন সারা বিশ্বজুড়ে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার জন্য আমরা এবারে পুজো খুবই খুবই সাধারণভাবে করছি।
অন্যান্যবার এই পুজোর উদ্বোধন করেন এলাকার মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায,় কিন্তু এবছর সমস্ত কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ সেই অনুযায়ী আমরা দশ ফুট নয় প্রায় ২৫ ফুট দূর থেকে দর্শকরা যাতে প্রতিমা দর্শন করতে পারেন তার ব্যবস্থা করেছি। এবং এই বিশাল মাঠে আমরা চেয়ার রেখেছি একাবারে সোশ্যাল ডিসটেন্স মেনটেন করে, এবং আমরা মায়ের কাছে কাছে কাতর প্রার্থনা করছি যাতে অচিরেই করোনার মহামারী থেকে মানব সমাজ রক্ষা পায় সেই আশীর্বাদ জগৎ জননী মা আমাদের করুন।