এই মুহূর্তে জেলা

হাইকোর্টের রায় বলবৎ করতে পথে নেমে পরলো চন্দননগর কমিশনারেট।

সুদীপ দাস , ২০ অক্টোবর:- কোলকাতা হাইকোর্টের রায় বলবৎ করতে পথে নেমে পরলো চন্দননগর কমিশনারেট। মঙ্গলবার সকালে চন্দননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার তথাগত বসুর নেতৃত্বে আজ চুঁচুড়া থানা এলাকার পুজো মন্ডপগুলি পরিদর্শন করতে বের হন পুলিশ আধিকারিকরা। ডিসিপির পাশাপাশি উপস্থিত ছিলেন এসিপি-১ পলাশ ঢালি সহ চুঁচুড়া থানার পুলিশ কর্মীরা। এদিন চুঁচুড়া থানা এলাকার মোট ৬ টি পুজো মন্ডপ ঘুরে দেখেন তাঁরা।

প্রত্যেকটি পুজো কমিটিতে গিয়েই আদালতের নির্দেশ উদ্ধৃত করে পুলিশ আধিকারিকরা পরিস্কার করে জানিয়ে দেন যে প্যান্ডেল ভিতরে কোনভাবেই দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া যাবে না। এরমধ্যে চুঁচুড়া মিয়ারবেড় পীরতলা সার্বজনীনের ব্যাবস্থা দেখে খুশি প্রকাশ করেন পুলিশ কর্তারা। অন্যদিকে চুঁচুড়া কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীনের পুজোমন্ডপের ভিতরে না ঢুকলে প্রতিমা দর্শনের উপায় নেই। তা দেখে ডিসিপির পরামর্শ আপনারা বাইরে কোন পর্দার ব্যাবস্থা করে ভিতরের দৃশ্য সরাসরি সম্প্রচার করতে পারেন। তবে কোনভাবেই মন্ডপের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। পাশাপাশি পুজোর ক’দিন রাস্তাঘাটে কড়া পুলিশি নজরদারি থাকবে বলে জানান ডিসিপি তথাগত বসু।