হুগলি , ১৯ অক্টোবর:- সাধারণ মানুষ তো কোন ছাড় পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতেও হাত কাঁপেনি চাঁপদানী ঢালাই কল তথা ভদ্রেশ্বরের ত্রাস সান্টিয়ার। খুন, তোলাবাজিতে সিদ্ধহস্ত পারিবারিক সূত্রেই অপরাধ জগতে হাতেখড়ি কুখ্যাত দুষ্কৃতীর। কয়েক বছর আগে পুলিশের জালে ধরা পড়লেও জামিনে মুক্ত হতেই এলাকায় সন্ত্রাস করায় গ্রামীণ ও কমিশনারেটের পুলিশের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায় সান্টিয়া। দুষ্কৃতীকে বাগে আনতে কমিশনারেটের দুঁদে গোয়েন্দারা হার মেনে যান। পুলিশের হিট লিষ্টে থাকা অপরাধীকে পাকড়াও করতে পুলিশ কর্তারা ঢালাই কলের বস্তিতে ড্রোন উড়িয়ে দেখেন।
কিন্তু তারপরেও পুলিশের চোখে ধুলো দিয়ে দিব্যি গঙ্গা পেড়িয়ে খড়দহ, টিটাগর ও ভাটপাড়ায় আস্তানা গেরে বসে সান্টিয়া। চন্দননগর কমিশনারেটের পুলিশ গঙ্গা পেড়িয়ে খড়দহ, টিটাগড়ে অভিযান চালালেও শূন্য হাতে ফিরতে হয় পুলিশকে। সম্প্রতি একটি রাজনৈতিক দলের ছত্র ছায়ায় থেকে সম্প্রতি কলকাতা মেটিয়াব্রুজে নিজের আধিপত্য বিস্তার করছিল সান্টিয়া। চিৎপুরে দিদির বাড়িতেই থাকছিল। পুলিশ খবর পেয়ে সেখানে হানা দিতেই সহজাত কায়দায় পালাতে যায় সান্টিয়া। কিন্তু এবারে তার কিসমত সাথ না দেওয়ায় বহুতল থেকে নীচে পড়ে ঘটনাস্থলেই সান্টিয়ার মৃত্যু হয়। কুখ্যাত দুষ্কৃতীর মৃত্যুতে স্বস্তি নেমেছে পুলিশ মহলে।