এই মুহূর্তে কলকাতা

রাজ্যে গত ২৪ ঘন্টায় রাজ্যে আবার রেকর্ড সংখ্যক করোনায় সংক্রমিত হয়েছেন।

কলকাতা , ১৭ অক্টোবর:- পুজোর মুখে উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে আবার রেকর্ড সংখ্যক তিন হাজার ৮৬৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। ফলে এখনও পর্যন্ত তিন লাখ ১৭ হাজার ৫৩ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে দুই লাখ ৭৭ হাজার ৯৪০ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার জাতীয় হারের থেকে কিছুটা কমে ৮৭ দশমিক ৬৬ শতাংশ হয়েছে।গত ২৪ ঘন্টায় তিন হাজার ১৮৩ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ৮৬৫ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেণ বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এই সময়ে আরও ৬১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৫ জন করে মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ৯৯২ জন। যার মধ্যে এক হাজার ৯৭১ জন কলকাতা ও এক হাজার ৩৫৭ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ৩৩ হাজার ১২১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ৪২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৩৯ লাখ ৪৭ হাজার ৭৫০ জনের নমুনা পরীক্ষা করা হলো।