কলকাতা , ১৫ অক্টোবর:- পুজোর মুখে উদ্বেগ বাড়িয়ে একদিনে রাজ্যে রেকর্ড সংখ্যক তিন হাজার সাতশো জনের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এই সময়ে রাজ্যে তিন হাজার ৭২০ জন সংক্রমিত হওয়ায় রাজ্যে এখনও পর্যন্ত তিন লাখ ৯ হাজার ৪১৭ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে দুই লাখ ৭১ হাজার ৫৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা কমে ৮৭ দশমিক ৭৭ শতাংশ হয়েছে। গত ২৪ ঘন্টায় তিন হাজার ১৭৯ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ৭২০ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেণ বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এই সময়ে আরও ৬২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৪ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৭ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ৮৭০ জন। যার মধ্যে এক হাজার ৯৪৩ জন কলকাতা ও এক হাজার ৩২৩ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ৩১ হাজার ৯৮৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪২ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৩৮ লাখ ৬১ হাজার ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হলো।