এই মুহূর্তে খেলাধুলা

১৮ অক্টোবর শহরে আইলিগ ! কী ভাবে প্রিয় ক্লাবকে সম্মান জানাবেন মোহন সমর্থকরা ?


স্পোর্টস ডেস্ক , ১৫ অক্টোবর:- ঘোষণা করা হয়েছিল, ১৮ অক্টোবর শহরের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠানের পর রোড–শো করে ক্লাবে নিয়ে আসা হবে মোহনবাগানের আইলিগ জয়ী ট্রফিটি। সেই মতো এবার অনুষ্ঠানের সূচি এবং কোন কোন রাস্তা দিয়ে রোড–শো হবে, তা জানিয়ে দেওয়া হল ক্লাবের তরফ থেকে। বৃহস্পতিবার ক্লাবের তরফ থেকে জানানো হয়, ১৮ অক্টোবর রবিবার সকাল ১১ টায় হায়াত রিজেন্সিতে আই লিগ ট্রফিটির আনুষ্ঠানিক উন্মোচন করা হবে। উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া এআইএফএফের পক্ষ থেকে থাকবেন আই লিগ CEO সুনন্দ ধর। এছাড়াও মোহনবাগান ক্লাবের তরফ থেকে উপস্থিত থাকবেন সভাপতি স্বপন সাধন বসু-সহ অন্যান্য কর্তারা।

গতবারের আই লিগ জয়ী দলের সদস্যদের মধ্যে যাঁরা কলকাতায় রয়েছেন, তাঁদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। তবে যাঁরা শহরে নেই, বিশেষ করে বিদেশিরা এবং কোচ কিভু ভিকুনা–তাঁদের অনুষ্ঠানের মাঝে জুম কলের মাধ্যমে যুক্ত করা হবে। তাঁরাও তাঁদের অভিজ্ঞতার কথা জানাবেন। এছাড়া শুরুতে বাগানের আই লিগ ম্যাচগুলো নিয়ে তৈরি একটি ভিডিও দেখানো হবে। সমর্থকদের কথা মাথায় রেখে এরপর বিশাল রোড শোও হবে। ওই অনুষ্ঠানের পর হোটেল থেকে ট্রফিটি শোভাযাত্রার মধ্যে দিয়েই ক্লাবে পৌঁছবে। মাঝে উল্টোডাঙা হয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়, মোহনবাগান লেন হয়ে শোভাযাত্রাটি যাবে। এর মাঝে বেশ কয়েকটি জায়গাতে দাঁড়ানোও হবে। সেখানেই নিজেদের প্রিয় ক্লাবের প্রতি ভালবাসা উজার করে দেওয়ার সুযোগ পাবেন সমর্থকরা।