হাওড়া , ১৫ অক্টোবর:- মাস্ক না পরে এলে এবার মন্ডপে এসে আর প্রতিমা দর্শন করা যাবে না বলে সাফ জানিয়ে দিল হাওড়া সিটি পুলিশ। আসন্ন শারদোৎসব উপলক্ষে বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের এক সমন্বয় সভায় হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল জানান, কোভিড পরিস্থিতিতে সতর্কতা হিসাবে এবার ‘নো মাস্ক, নো প্যান্ডেল’। মাস্ক পরে মন্ডপে এলে তবেই প্রতিমা দর্শন করা যাবে। মন্ডপের বাইরে প্রথমে স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করানো হবে। এরপর সোস্যাল ডিসট্যান্স মেনে মন্ডপে প্রবেশ করানো হবে। মন্ডপের ভীড় আগেভাগেই নিয়ন্ত্রণ করা হবে। একসঙ্গে ভীড় যাতে না হয় সেদিকে পুলিশ প্রশাসন নজর রাখবে। কোভিড-বিধি মেনেই পুজোর আয়োজন করতে হবে।
ভীড় এড়াতে মন্ডপের সামনে ফুড স্টল রাখা যাবেনা।সকলকে সোস্যাল ডিসট্যান্স মেনে চলতে হবে। কেউ প্রতিমা দর্শন করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যাতে না চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে কোনও অসুবিধা হয় সেদিকেও বিশেষ নজর রাখা হবে। মন্ডপের সিসিটিভির রেকডিং একমাস পর্যন্ত রাখতে হবে। কমিশনার আরও জানান, পুজোর দিনগুলিতে অপরাধমূলক ঘটনা রুখতে হাওড়া সিটি পুলিশ গোয়েন্দা বিভাগের অ্যান্টি ক্রাইম টিম এবার মন্ডপে মন্ডপে নজরদারি চালাবে। রাস্তায় বা পুজো মন্ডপে ইভটিজিং রুখতে মহিলা পুলিশের স্পেশাল টিমও রাস্তায় টহল দেবে। যেসব মন্ডপে ভীড় বেশি হয় সেই সব জায়গা চিহ্নিত করে ড্রোনের মাধ্যমে এবার নজর রাখা হবে।
পুলিশ সহায়ক বুথের পাশাপাশি এবার কয়েকটি জায়গায় বসানো হচ্ছে ওয়াচ টাওয়ার। এদিনের অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের ডিসি হেড কোয়ার্টার জানান, এবার কোভিড পরিস্থিতির কারণে ঠাকুর ভাসানে শোভাযাত্রা বা কার্নিভাল করা যাবেনা। ভাসানে গাড়ি পিছু ছয়জনের বেশি অনুমতি মিলবে না। গঙ্গার ঘাটেও ভীড় করা যাবেনা। এবার পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলা করা যাবেনা। অঞ্জলি বা সিঁদুর খেলায় ভীড় করা যাবেনা। তা ধাপে ধাপে করতে হবে। প্রয়োজনে মার্কিং সার্কেল করে দিতে হবে। মন্ডপ তিনদিক খোলা রাখতে বলা হয়েছে। মাস্ক এবং স্যানিটাইজার এবার বাধ্যতামূলক করা হয়েছে। দল বেঁধে এবার পুজো পরিক্রমা করা যাবেনা।
আগামী তৃতীয়া থেকে দশমী পর্যন্ত যেহেতু মানুষ প্রতিমা দর্শন করতে বের হবেন তাই রাস্তায় পুলিশের নজরদারি থাকবে। ২৬, ২৭, ২৮ ও ২৯ অক্টোবর হাওড়ায় পুজোর ভাসানের দিন নির্ধারিত করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী অরূপ রায় বলেন, কোভিড পরিস্থিতিতে এখনও অনেকের মধ্যেই সচেতনতার অভাব রয়েছে। তাই আসন্ন পুজোয় স্বাস্থ্য দফতরের কোভিড নির্দেশিকা মেনে চলুন। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করুন। এদিনের সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, পুর কমিশনার ধবল জৈন, বিধায়ক জটু লাহিড়ী, শীতল সর্দার প্রমুখ। এদিন হাওড়া সিটি পুলিশের পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হয়।