এই মুহূর্তে কলকাতা

কিছুটা কমে তিন হাজার ৫৮৩ জন মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন।

কলকাতা , ১২ অক্টোবর:- গত কয়েক দিন টানা ঊর্ধ্বমুখীর পর আজ কিছুটা কমে তিন হাজার ৫৮৩ জন মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেণ। রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৯৮ হাজার ৩৮৯ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৬২ হাজার ১০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার ৮৭ দশমিক ৮৪ শতাংশ হয়েছে।গত ২৪ ঘন্টায় তিন হাজার ১৫৫ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ৫৮৩ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় মোট করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লক্ষ ৯৮ হাজার ৩৮৯ জন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এই সময়ে আরও ৬০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৬ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৯ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ৬৮২ জন। যার মধ্যে এক হাজার ৮৯৬ জন কলকাতা ও এক হাজার ২৮১ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ৩০ হাজার ৬০৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪০ হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৩৭ লাখ ৩৩ হাজার ৬৫৬ জনের নমুনা পরীক্ষা করা হলো।