হুগলী , ১১ অক্টোবর:- হুগলী জেলা মহিলা তৃ্নমুল কংগ্ৰেসের উদ্যোগে সিঙ্গুরে প্রতিবাদী মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্হ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, হুগলি জেলা সভানেত্রী করবী মান্না, মন্ত্রী তপন দাশগুপ্ত, মন্ত্রী অসিমা পাত্র, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার সহ অনান্য নেতৃবৃন্দ। সিঙ্গুরের রতনপুর আলুর মোড় থেকে শুরু হয় মহিলা তৃনমুল কংগ্ৰেসের এই মিছিল। সিঙ্গুর বাজার হয়ে শেষ হয় সিঙ্গুরের দুলে পাড়া মোড়ে। উত্তরপ্রদেশে দলীত তরুণী কে ধর্ষণ করে খুন ও কৃষি বিল আইনের প্রতিবাদ।