এই মুহূর্তে কলকাতা

প্রস্তুত থাকলেও পুজোর আগে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিতে পারেনি রেল কর্তৃপক্ষ।

কলকাতা , ৮ অক্টোবর:- লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে রাজ্য সরকারের মূল ভূমিকা থাকলেও তারা এই বিষয়টিতে এখনো আগ্রহ না দেখানোয় ট্রেন চালানো যাচ্ছে না বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। আজ শিয়ালদা দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে স্টাফ স্পেশাল ট্রেন আটকে যাত্রী বিক্ষোভ এর প্রেক্ষিতে পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস পি সিং বলেন ট্রেন চালানোর জন্য রাজ্য সরকার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলেকে না ডাকায় বিষয়টি ঝুলে আছে। রেল বৈঠকের জন্য প্রস্তুত থাকলেও পুজোর আগে লোকাল ট্রেন চালানোর বিষয়টি নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বলেও তিনি জানিয়েছেন।