এই মুহূর্তে কলকাতা

বিভিন্ন পরীক্ষায় মেধা তালিকার সংস্থান না থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছেন।

কলকাতা , ৫ অক্টোবর:- নতুন জাতীয় শিক্ষানীতিতে বিভিন্ন পরীক্ষায় মেধা তালিকার সংস্থান না থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছেন। নবান্নে আজ মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতি ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন পরীক্ষার ভালো ফলাফল সব ছাত্র-ছাত্রীদের জীবনের সম্পদ। তাই মেধাতালিকা না থাকলে এ নিয়ে তাদের গর্ব করার জায়গা থাকবেনা। পরীক্ষায় মেধা তালিকা থাকা উচিত বলে তিনি মনে করেন। অন্যদিকে ডাক্তারি,ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্নপত্রে ফের বাংলা ভাষা রাখার পক্ষেও মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন।

নবান্ন সভাঘরে কৃতীদের সংবর্ধনা দিতে গিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ উগরে দিয়ে তিনি বলেন গুজরাটি ভাষায় প্রশ্ন থাকলে বাংলা কেন থাকবে না তা জানতে চেয়ে রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে। রাজ্যের চলতি বছরে মাধ্যমিক, উচ্চমাধ্যমি, মাদ্রাসা ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের এদিন ভার্চুয়াল সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। মোট ৭৮৫ জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। কৃতী ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,ছাত্রছাত্রীরা রাজ্যের গর্ব। বাংলার পড়ুয়াদের প্রতিভার তুলনা নেই। পড়ুয়াদের সমস্ত প্রয়োজনে বাংলার সরকার তাঁদের পাশে আছে বলে ও তিনি আশ্বাস দিয়েছেন। যারা চলতি বছরের উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তাদের কলেজে ভর্তি হতে যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখতে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন।