কলকাতা , ৩ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সারা দেশের পাশাপাশি এ রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে বলে তিনি জানিয়েছেন। কলকাতায় আজ তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল শেষে এক সভায় এই ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন কালীঘাটের তার দপ্তরে র এক কর্মীরও করোনা সংক্রমণ ধরা পড়েছে। তিনি বলেন, পুজোর সময় মেলামেশা কিছুটা হলেও বাড়বে। তাই সতর্কতা অবলম্বন করাই একমাত্র পথ। এদিন দেবীপক্ষের শুরু পর্যন্ত তৃণমূলে কর্মসূচি বেঁধে দেন দল নেত্রী। বলেন প্রতিদিন সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ, পোস্টারিং করতে হবে।
কভিদ পরিস্থিতির কারণে তৃণমূল কংগ্রেস এতদিন রাজনৈতিক কর্মসূচি বন্ধ রেখেছি ল। কিন্তু হাথরাস কাণ্ডের প্রেক্ষিতে পথে নামতে বাধ্য হয়েছে বলেও মুখ্যমন্ত্রী দাবি করেন। রাজ্যে করোনা সংক্রমনের জন্য তিনি বিজেপিকে দায়ী করেন । তিনি অভিযোগ করেন,বিজেপি কিছুই মানছে না। বিজেপিই সবচেয়ে বড়ো প্যানডেমিক বলে তিনি মন্তব্য করেছেন। এদিকে ভারতের করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃতের এবং সংক্রমিতের সংখ্যায় এক নম্বরে মহারাষ্ট্র। বাংলায় পরিস্থিতি তুলনায় ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুস্থতার হার ক্রমেই বৃদ্ধি পেতে পেতে ৯০ শতাংশের কাছাকাছি। তবে পুজোর মরসুমে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্য মন্ত্রী নিজেও।