এই মুহূর্তে জেলা

হাওড়ায় নির্মীয়মান বহুতলের তিনতলার একাংশ ভেঙে পড়ে জখম শ্রমিক।

হাওড়া , ২ অক্টোবর:- হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ব্যানার্জিবাগান লেনে শুক্রবার বেলা ১১টা নাগাদ একটি নির্মীয়মান বহুতলের তিনতলায় নির্মাণকাজ চলার সময় একটি অংশ ভেঙে পড়ে এক শ্রমিক গুরুতর জখম হন। কুলিলাইনের বাসিন্দা অর্জুন দাস(৩০) নামের ওই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওই সময় অনেকেই কাজ করছিলেন বলে জানা গেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান আইসি মালিপাঁচঘড়া অমিত কুমার মিত্র সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশ পুরসভাকেও ঘটনাটি জানায়। তিনতলার নির্মীয়মান যে বিপজ্জনক অংশটি ভেঙে পড়ে সেটি সরানোর কাজ শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘অবৈধ’ বহুতলটির নির্মাণকাজ এর আগে পুরসভার নির্দেশে একবার বন্ধ করে দেওয়া হয়েছিল। কয়েক বছর সেই কাজ বন্ধ ছিল। ফের তার নির্মাণকাজ শুরু হয়েছিল। এদিন ঘটে যায় দুর্ঘটনা। নির্মীয়মাণ বহুতলটি বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল কিনা তা পুরসভাকে জানাতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সেক্ষেত্রে বহুতলের মালিক ও প্রোমোটারের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। ওই নির্মীয়মাণ বহুতলের কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এটি অবৈধভাবে নির্মাণের অভিযোগ উঠেছে প্রোমোটারের বিরুদ্ধে। এদিন পুরসভার টিম ঘটনাস্থলে আসছে বলে জানা গেছে। হাওড়া পুরসভাকে নির্মাণকাজের বৈধতা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হয়েছে পুলিশ। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।