এই মুহূর্তে খেলাধুলা

অসুস্থ আশির দশকের ইস্টবেঙ্গল তারকা ! ভর্তি হাসপাতালে ।


স্পোর্টস ডেস্ক , ২ অক্টোবর:- গুরুতর অসুস্থ ফুটবলার মজিদ বাসকর। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে খুররামশায়ারের স্থানীয় এক হাসপাতালে ভরতি করা হয়েছে। পরিবার সূত্রের খবর, বুকে ব্যাথা থাকলেও করোনা আক্রান্ত নন মজিদ। প্রাথমিক চিকিৎসার পর আগের তুলনায় এখন অনেকটাই স্থিতিশীল তিনি। করোনা তাঁকে স্পর্শ করতে না পারলেও বয়সের কারণে নানা সমস্যায় ভুগছেন ‘আশির বাদশা’। মজিদের ভাইপো ফরিদ বাসকর জানাচ্ছেন, বৃহস্পতিবার সকালে হঠাত বুকে ব্যাথা অনুভব করেন প্রাক্তন ফুটবলার। ঝুঁকি না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মজিদ। তবে এখন তিনি স্থিতিশীল।

আজই তাঁর অ্যাঞ্জিওগ্রাফি হওয়ার কথা। মজিদের ভাইপো ফোনে বলছিলেন, গতকাল হার্ট অ্যাটাক হয়েছিল মজিদের। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলেছেন মোট ২৪ মাস। তাও সেই তিন দশক আগে। তবু, আজও লাল-হলুদ সমর্থকদের প্রাণভোমরা মজিদ বাসকর। ময়দানে যেন মিথ হয়ে গিয়েছেন ইরানি ফুটবলার। অথচ মাঠের বাইরের বিভিন্ন কারণে ভারতে তাঁর কেরিয়ার লম্বা হয়নি। সবার অলক্ষ্যে ফিরে গিয়েছেন দেশে। কলকাতা থেকে খুররামশায়ারে গিয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। গতবছর ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে শহরে এসেছিলেন।