এই মুহূর্তে জেলা

শহরে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ফের অভিযান চালাল হাওড়া সিটি পুলিশ।

হাওড়া , ৩০ সেপ্টেম্বর:- শহরে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ফের অভিযান চালাল হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার রাত থেকে উত্তর হাওড়ার বিভিন্ন থানা এলাকায় এই অভিযান শুরু হয়। বুধবার সকালেও চলে ওই অভিযান। আইনভঙ্গের জন্য বেশ কয়েকজন টোটো ও অটো চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয় এদিন। লকডাউন পর্ব পেরিয়ে শুরু হয়েছে আনলক পর্ব। এই সময়ে সরকারের পক্ষ থেকে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। কাজের জন্য মানুষ বেরচ্ছেন বাইরে। এরই মধ্যে শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটা। ফলে রাস্তায় বেড়েছে মানুষের চাপ। এই পরিস্থিতিতে রাস্তাঘাটে ভীড়ের চাপ কমাতেই অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। ইতিমধ্যে হাওড়ার জিআর রোড, কোনা এক্সপ্রেসের বিভিন্ন জায়গায় অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। বেশ কয়েকজন আইনভঙ্গকারী গাড়ির চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

একইভাবে বুধবার উত্তর হাওড়ায় চালানো হল অভিযান। হাওড়া সিটি পুলিশের ডিসি উত্তর প্রবীণ প্রকাশ জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে শুরু হয় এই অভিযান। বুধবার সকাল থেকে আবার অভিযানে নামে পুলিশ। হাওড়ার সালকিয়া চৌরাস্তা, জিটি রোড ও অরবিন্দ রোড এর সংযোগস্থল, বেনারস রোড সহ উত্তর হাওড়ার বিভিন্ন জায়গায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এদিনের এই অভিযানে মোট ১৬ জন টোটো ও ৪ জন অটোচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে এমন অভিযান আবারও চলবে বলে জানান ওই পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি রাস্তাকে যানজটমুক্ত করতে অরবিন্দ রোডের উপর থেকে বেশ কয়েকটি স্টল সরিয়ে দেওয়া হয় এদিন।