এই মুহূর্তে খেলাধুলা

সিএবিতে করোনা পরীক্ষা , করোনা আক্রান্ত শ্রেয়াণ ও মুকেশ

স্পোর্টস ডেস্ক, ৩০ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের অনুমতি মিলতেই বাংলার ক্রিকেটারদের প্রশিক্ষণ শুরু করার ব্যাপারে তৎপর সিএবি। আর তাই অনুশীলন শুরুর আগে বুধবার সিএবিতে ক্রিকেটার ও কর্মকর্তাদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিন সকাল সাড়ে ১১টা থেকে সিএবিতে শুরু হয় করোনা পরীক্ষা শিবির। চলে দুপুর ৩টে পর্যন্ত। এদিন মোট ৬৩ জনের করোনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২১ জন সিনিয়র বাংলার ক্রিকেটার ও ১৬ জন মহিলা ক্রিকেটার ছিলেন। প্রথমে সিএবি-র মহিলা ক্রিকেটারদের পরীক্ষা করা হয়। এরপর পুরুষ ক্রিকেটারদের পরীক্ষা করা হয়। এরপর সিএবি এর আম্পায়ার, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার সঙ্গে সঙ্গে এদিনই হাতে রিপোর্ট আসে। করোনা পরীক্ষার রিপোর্টে দেখা যায় বাংলার দুই ক্রিকেটার করোনা আক্রান্ত। বাংলার তারকা ফাস্ট বোলার মুকেশ কুমার ও স্পিনার শ্রেয়াণ চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত তাঁরা বাড়িতেই হোম আইসোলেশনে থাকবেন। সিএবি সূত্রে খবর আগামী সপ্তাহ থেকে জিম ও ফিটনেস ট্রেনিং শুরু হতে পারে বাংলার ক্রিকেটারদের। সিএবির ইনডোরে জিম ও ইডেনে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং হতে পারে। যে সব ক্রিকেটারদের নিজস্ব গাড়ি আছে কেবলমাত্র তাঁদের নিয়েই শুরু হতে পারে ট্রেনিং। চারজন করে ক্রিকেটারকে নিয়ে ছোট ছোট দলে ভাগ করে এই ট্রেনিং হতে পারে বলে সিএবি সূত্রে খবর।