এই মুহূর্তে কলকাতা

আগামীকাল তিন দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

কলকাতা , ২৭ সেপ্টেম্বর:- আগামীকাল তিন দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । করোনার পরিস্থিতি শুরু হবার পর এই প্রথম জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 29 এবং 30 সেপ্টেম্বর দুদিন শিলিগুড়ি উত্তর কন্যা থেকে উত্তরবঙ্গের 5 জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। 29 তারিখ আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বৈঠক হবে। 30 তারিখ দার্জিলিং, কলিম্পাং এবং কোচবিহারের সঙ্গে বৈঠক হবে। এই বৈঠকের মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্য সচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ,ভূমি দপ্তরের প্রধান সচিব মনোজ পান্থ,

পূর্ত দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব নবীন প্রকাশ ,কৃষি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সুনীল গুপ্তা এবং স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম।জেলা প্রশাসনিক বৈঠক ছাড়াও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী র। উত্তরকন্যা থেকেই এই কর্মসূচি গুলি অনুষ্ঠিত হবে বলে নবান্ন সূত্রে খবর । পাশাপাশি মুখ্য সচিব পদের দায়িত্ব রদ বদলের অনুষ্ঠানটিও উত্তর কন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নবান্ন সূত্রে খবর । বর্তমান মুখ্য সচিব রাজীব সিনহা 30 সেপ্টেম্বর অবসর নেবেন।মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ থেকে ফেরার কথা পয়লা পয়লা অক্টোবর।