হাওড়া , ২৬ সেপ্টেম্বর:- রাজ্যে আলুর চড়া দাম, কালোবাজারি সহ ঘুসুড়ির শ্রী হনুমান জুটমিলে লকআউট সহ বিভিন্ন ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। শনিবার দুপুরে হাওড়ায় পঞ্চাননতলা রোডের দলীয় অফিসে কৃষি বিলের সমর্থনে রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশবাবু এক সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, “মার্চ-এপ্রিলে কৃষকদের কাছ থেকে ১০ টাকা করে আলু কিনেছে। কেউ সেই টাকাও পায়নি। কেউ ছ’টাকা, কেউ আট টাকা পেয়েছে। এক টাকা লাগে কোল্ডস্টোরেজে আলু রাখতে। সেই আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ টাকা। এর লাভ কে তুলছে? সরকার বলেছে মাসে পাঁচ লক্ষ টন আলুর প্রয়োজন হয় রাজ্যে। মাসে পাঁচ লক্ষ টন এখনে আলু লাগে।
আসল ঘটনা অতিরিক্ত দালালির টাকা টিএমসির নেতা দালালদের হাতে যাচ্ছে। আজকের আলুর দাম হিসেবে ১০ টাকা করে যদি তারা চুরি করে তাহলে মাসে ৫০০ কোটি টাকা চুরি করছে। আমাদের ধারণা ২০ টাকা করে চুরি করছে।” জুটমিল লকআউট নিয়ে জয়প্রকাশবাবু বলেন, জুটমিল মালিকরা ইচ্ছেমতো যখন তখন মিল বন্ধ করে দিচ্ছে। শ্রমিকদের নো ওয়ার্ক নো পে করে বসিয়ে দিচ্ছে। আবার ইচ্ছেমতো খুলে দিচ্ছে। রাজ্য সরকার এতদিনেও কোনও জুট পলিসি তৈরি করেনি। তাদের কোনও সার্বিক সিদ্ধান্ত নেই। জুটমিলগুলির এই পরিস্থিতির জন্য রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী।