এই মুহূর্তে জেলা

কৃষি বিল বাতিলের দাবিতে হাওড়ায় অবরোধ বাম – কংগ্রেসের।

হাওড়া , ২৫ সেপ্টেম্বর:- কৃষিবিল বাতিলের দাবিতে হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ে শুক্রবার বিকালে অবরোধ বিক্ষোভ করে ১৬ টি বাম দল ও জাতীয় কংগ্রেস। এদিন সংক্ষিপ্ত পথসভার পর বিক্ষোভ ও অবরোধ শুরু হয়। কিছুক্ষণ পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এদিন নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভকারীরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই লোকসভায় কৃষি সংক্রান্ত তিনটি বিল পাস হয়। সরকারের দাবি কৃষিপণ্যের বাণিজ্যের উদারিকরণই এই তিনটি বিলের লক্ষ্য। বিরোধী দলগুলি এই তিনটি বিলের বিরোধিতা করছে।এরমধ্যে প্রথম বিলটি কৃষকের উৎপাদন ব্যবসা ও বাণিজ্য (প্রচার ও সুবিধাদি) বিল, ২০২০। দ্বিতীয় বিলটি কৃষকদের (ক্ষমতায়ন এবং সুরক্ষা) মূল্য আশ্বাস এবং খামার পরিষেবার চুক্তির বিল, ২০২০। এবং তৃতীয় বিলটি অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) বিল, ২০২০। এই বিলটি মুলত পণ্য সম্পর্কিত। বিরোধীদের দাবি কৃষি বিল বাতিল করতে হবে।