হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- ডেঙ্গিতে আক্রান্ত হলেন হাওড়া জেলা হাসপাতালের সুপার ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায়। কিছুদিন আগে তিনি করোনাতে আক্রান্ত হয়েছিলেন। করোনাকে হারিয়ে আবার কাজে যোগ দিয়েছিলেন তিনি। স্বীকৃতিস্বরূপ গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন কোভিড ওয়ারিয়র হিসেবে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নেন তিনি। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার তাঁর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাঁর চিকিৎসা শুরু হয়। ডেঙ্গিতে আক্রান্ত হাওড়া জেলা হাসপাতালের সুপার ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায় দাবি করেন, তিনি ডেঙ্গি আক্রান্ত ঠিকই, কিন্তু তিনি এখন অনেকটাই সুস্থ। যে কোয়ার্টারে তিনি থাকেন সেখানেই তিনি এই মুহুর্তে পর্যবেক্ষণে রয়েছেন।
রক্ত পরীক্ষা করেছেন সরকারি হাসপাতাল থেকেই। এদিকে, হাওড়া জেলা হাসপাতাল চত্বর সহ লিচুবাগানে চিকিৎসকদের যে আবাসনে সুপার থাকেন সেখানে ফের ডেঙ্গি মশা মারার তেল ও ব্লিচিং পাউডার ছড়ানো হবে বলে পুরসভা সূত্রের খবর। হাওড়া জেলা হাসপাতাল চত্বর ও চিকিৎসকদের আবাসনে তেল ছড়ানো দিয়েই ডেঙ্গির মশা মারার অভিযান শুরু হয়েছিল। আবার তা করা হবে। গত বছর এই সেপ্টেম্বর মাসে হাওড়া পুর এলাকায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ছিল ৪৭৫। এবার সেই সংখ্যাটা মাত্র ৭৫। বর্ষার বিদায় লগ্নে শারদোৎসবের আগের এই সময়টায় পরিবেশ ডেঙ্গি ছড়ানোর জন্য সবচেয়ে উপযুক্ত থাকে তাই এই সময়ে অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে।