এই মুহূর্তে জেলা

শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় ইসরত জাহান।

হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- তিন তালাকের প্রতিবাদী ও বিজেপি নেত্রী ইসরাত জাহানের উপরে পিলখানায় তার বাড়িতে আচমকাই হামলা চালাল তার শ্বশুরবাড়ির লোকেরা। এমনটাই অভিযোগ ইসরত জাহানের। তাকে মারার হুমকি দেওয়ার পাশাপাশি ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয় বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা দলবল নিয়ে এসে হাজির হন ইশরাত জাহানের বাড়িতে। তাদের হাতে অস্ত্র ছিল এমনটাই অভিযোগ ইসরাত জাহানের। এই ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি হাওড়া গোলাবাড়ি থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, তিন তালাকের বিরুদ্ধে লড়াই করে দেশের শীর্ষ আদালতে আইনি স্বীকৃতি ছিনিয়ে এনেছিলেন হাওড়ার পিলখানার ইসরত জাহান৷ তিন তালাকের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি পাওয়ার পরপরই বিজেপি শিবিরে নাম লেখান ইসরত ৷ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন তিনি ৷ এরপর রাজ্য দফতরে মহিলা মোর্চার বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর ইশরত জাহানকে দলের মহিলা মোর্চার সংখ্যালঘু সেলের দায়িত্ব দেওয়া হয়েছিল।