হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- হাওড়ার লিলুয়ায় কলসেন্টার খুলে এবার প্রতারণা চালানোর অভিযোগ উঠল। ফাঁদে ফেলা হত বিদেশিদেরও। কল সেণ্টারের আড়ালেই চলত ওই প্রতারণা চক্রের অসাধু কারবার। বুধবার লিলুয়া থানার কোনা এলাকায় তল্লাশি চালিয়ে ওই কল সেণ্টারের মালিক সহ ২৩ জনকে হাতেনাতে ধরেছে পুলিশ। ধৃত কলসেণ্টারের মালিকের নাম রাহুল সিং। অভিযোগ, কম্পিউটার সারানোর নামে কলসেণ্টার খুলে আন্তর্জাতিক ওই প্রতারণা চক্র ফেঁদে বসেছিল এরা। ইংল্যাণ্ড, চিন প্রভৃতি দেশেও এদের জাল বিস্তৃত ছিল। লিলুয়ার কোনা এলাকায় অফিস খুলে দিন রাত এই কারবার চলত। প্রথমে ঠিক করতো কোন দেশে তারা কারবার চালাবে। তারপর সেই দেশের কয়েকজনকে চিহ্নিত করা হত।
কলসেণ্টারের কর্মীদের কী ভাষায় কীভাবে কথা বলতে হবে তা শেখানোও হত। এরপর ফোন করে তারা জানতে চাইতো সংশ্লিষ্ট ব্যক্তিদের কম্পিউটার ও ল্যাপটপে কোনও সমস্যা আছে কিনা। কেউ সমস্যার কথা জানালে তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হত। সেটা ডাউনলোড হলে অনলাইনে কম্পিউটার সারানোর কাজ চলত। সেই কাজ সারানোর সময়ই কম্পিউটার পুরো কালো করে দেওয়া হত। এরপর সেটাকে সারানোর জন্য সার্ভিসিং চার্জ বাবদ কিছু টাকা চাওয়া হত। সেই টাকা ট্রান্সফারের সময় ওই ব্যক্তির অ্যাকাউণ্টের সমস্ত টাকা হাতিয়ে নিত প্রতারকরা। এইভাবে তাদের প্রতারণার জাল দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছিল বলে জানা গেছে।